বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে শিক্ষক -শিক্ষার্থী- অভিভাবক নিয়ে ত্রি-পক্ষীয় মাসিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৫ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে বিদ্যালয় কমিটির আয়োজনে এইসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক এবং সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, পিটিএ -এর সভাপতি মো: জাফর আহাম্মদ, মহিলা মেম্বার রিতা চাকমা, শিক্ষক প্রণব কুমার নাথ, জসীম উদ্দিন তালুকদার, অভিভাবক – সাধনা চাকমা, সুমন্ত তঞ্চঙ্গ্যা, নন্দবাবু তঞ্চঙ্গ্যা, চুগবী তঞ্চঙ্গ্যা, উদয়মুনি তঞ্চঙ্গ্যা, নির্মল তঞ্চঙ্গ্যা সহ প্রায় অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জানা গেছে- এবারে এসএসসির পাসের হার, অকৃতকার্য শিক্ষার্থী এবং ২০২৬ সালে সকল পরীক্ষার্থী শতভাগ পাসের নিশ্চিতকরণ এবং শিক্ষকদের মনোযোগ দিয়ে পাঠদান করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।