সোমবার , ১৯ মে ২০২৫ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক পার্টনার ফিল্ড স্কুল  কংগ্রেস সভ

প্রতিবেদক
প্রতিনিধি, বিলাইছড়ি, রাঙামাটি
মে ১৯, ২০২৫ ১:৫৬ পূর্বাহ্ণ

রাঙামাটির বিলাইছড়িতে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যােগের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (‎১৮মে) সকাল ১০ টায় উপজেলা হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা প্রদান করেন মনিটরিং অফিসার পাটনার প্রোগ্রাম ও তিন পার্বত্য জেলা সমন্বয়কারী মো: রিয়াজ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক মো.জাফর আহাম্মদ, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কান্তি দে, উপজেলা কৃষি কর্মকর্তা (অ:দা:) শাহানাজ পারভীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো:ওমর ফারুক, এবং রুপ কুমার কার্বারী,

সভায় ‎প্রধান অতিথি মো: রিয়াজ উদ্দিন তার বক্তব্যে বলেন, পার্টনার কংগ্রেসের সকল সেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এখান থেকে প্রাপ্ত জ্ঞান ব্যবহারিক কৃষিতে কাজে লাগিয়ে কৃষির উৎপাদন বাড়ানো সম্ভব হবে। নতুন উদ্ভাবিত প্রযুক্তি ও কৃষি যান্ত্রিকীকরণের উপর জোর দিয়ে কৃষিকে লাভজনক করা সম্ভব। পাশাপাশি তিনি অপরিকল্পিত সার ও বালাইনাশকের ব্যবহার বন্ধ করতে কৃষকদের পরামর্শ দেন।

‎অনুষ্ঠানের শুরুতে উপজেলা কৃষি অফিসার স্বাগত বক্তব্যের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করতে আধুনিক বা স্মার্ট কৃষি ফসল উৎপাদন, পুষ্টিকর শাক-সবজিসহ বিভিন্ন ফসল উৎপাদন করার পরামর্শ দেন। অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের অতিথিবৃন্দ নিজ নিজ দপ্তরের কার্যক্রম নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় করেন ও কৃষকদের বিভিন্ন সহায়তার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ, পিএফএস ও নন পিএফএস কৃষক-কৃষাণী, স্থানীয় জনপ্রতিনিতি, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসের বিভিন্ন ওর্য়াড ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উক্ত পার্টনার কংগ্রেসের উদ্দেশ্য পিএফসএস-এ প্রশিক্ষিত কৃষকদের প্রযুক্তিগুলোর জ্ঞান, দৃষ্টিভঙ্গী ও ধারণা প্রকল্প এলাকার অন্যান্য নন-পিএফএস কৃষক-কৃষাণীদের মধ্যে ছড়িয়ে দেয়া একমাত্র মূল লক্ষ্য উদ্দেশ্য ।

‎উদ্ভাবিত নতুন প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি, কৃষি-পন্য মূল্য শৃঙ্খল তৈরী ইত্যাদি গ্রহণ করানোর কার্যকর ব্যবস্থা করা। সকল পিএফএসকে র্ফামার সার্ভিস সেন্টারে পরিণত করার যাবতীয় সাংগঠনিক দক্ষতা প্রদান করা। পার্টনার প্রযুক্তি ও কলাকৌশল সমূহের টেকসই নিয়ম কানুন পদ্বতি সম্বন্ধে কিছু ধারণা  প্রদান করেন। দিন ব্যাপী এই অনুষ্ঠান উৎসবমূখর পরিবেশের মাধ্যমে শেষ করা হয়েছে।।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: