রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর কারিগর পাড়ায় রাইখালী পূর্ণবাসনে বসবাসরত এলাকাবাসীর উদ্যোগে নির্মিত “রাইখালী পূর্ণবাসন ধর্মরত্ন বৌদ্ধ বিহার” এর শুভ উদ্বোধন করা হয়েছে।
এই উপলক্ষে বুধবার বিহার প্রাঙ্গনে বৌদ্ধ বিহার উৎসর্গ, ভিত্তি প্রস্তর স্থাপন, পতাকা উত্তোলন, সংঘদান, অষ্টপরিষ্কার দান সহ ধর্মীয় আলোচনা ও নানাবিধ দানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কারিগর পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ওয়াইন্দিতা মহাথের এর সভাপতিত্বে এসময় প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়াগ্গা কুকিমারা লোটাস শিশু সদনের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত ডঃ নাগাসেন মহাথের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য দীপ্তিময় তালুকদার।
কর্ণফুলী নালন্দা জ্ঞানশ্রী শিশু সদনের পরিচালক ক্ষেমানন্দ ভিক্ষুর সঞ্চালনায় এসময় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পরিমল তালুকদার, নব প্রতিষ্ঠিত বৌদ্ধ বিহারের প্রধান উদ্যোক্তা ও ভূমিদাতা প্রাঞ্জল তনচংগ্যা, বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা( বাতকস) কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তনচংগ্যা, ইউপি সদস্য সমীরণ তনচংগ্যা, বাতকস কাপ্তাই অঞ্চল কমিটির সাংগঠনিক সম্পাদক বিশু তনচংগ্যা সহ বিভিন্ন বিহারের পূজনীয় ভিক্ষু সংঘ ও দায়ক -দায়িকাগণ উপস্থিত ছিলেন ।