রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর নতুন বাজারে পাহাড় কেটে সেফটি টাংকি নির্মাণ বন্ধ করল কাপ্তাই উপজেলার নির্বাহী (ইউএনও) মো: রুহুল আমিন।
মঙ্গলবার (১৫এপ্রিল) বেলা ১২টায় তিনি নতুন বাজারে অবৈধ ভাবে পাহাড় কেটে দোকানের পিছনে সেফটি ট্যাংকি করার অভিযোগ সত্যতা পাওয়ায় নির্মাণ কাজ বন্ধ করে দেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রুহুল আমিন এই প্রতিবেদককে জানান, স্থানীয় মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই নতুন বাজারের দুই দোকান মালিক আঃছবুর সওদাগর ও ছলেমান হোসেন কামাল মিলে দোকানের পিছনে পাহাড় কেটে সেফটি ট্যাংকি নির্মাণ করার জন্য অনেক গভীর ভাবে পাহাড় কাটছে। তাৎক্ষণিক পাহাড় কাটা বন্ধ করে দিই আমি। এসময় কাপ্তাই থানা পুলিশ, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ এবং নতুন বাজার কমিটির উপস্থিতিতে মুচলেকা নেয়া হয়। এছাড়া পাহাড় কাটারস্থলে রিটার্নিং ওয়াল পুনরায় মাটি ভরাট করে দেয়ার জন্য বলা হয়।
অভিযুক্ত আঃ ছবুর সওদাগার ও ছলেমান হোসেন কামাল জানান, দোকানের পিছনে অনেক পূর্ব থেকে মাটি ধ্বসে পড়ায় দোকানের ক্ষতি হচ্ছিল। এমত অবস্থায় আমাদের নিরাপত্তার স্বার্থে সাইডওয়াল করার জন্য মাটি কাটা হয়।