গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র, কৃষি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মানবিক সহায়তার অংশ হিসেবে রাঙামাটির বাঘাইছড়িতে বসবাসরত বিভিন্ন পাহাড়ী-বাঙালি জাতিগোষ্ঠীর আড়াই হাজার পরিবারের মাঝে ৫০ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বাঘাইহাট ৫৪ বিজিবি।
আজ মঙ্গলবার সকালে ১১ টার দিকে (বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি) এবং (মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবি) যৌথভাবে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ ১১টি স্থানে দুই দিনব্যাপী মঙ্গলবার ও বুধবার এই খাদ্যশস্য বিতরণ কার্যক্রম পরিচালনা উদ্বোধন করেন বিজিবির চট্টগ্রাম সদর-দপ্তর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মোঃ শাহরিয়ার ইকবাল।
এ-সময় বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়ন মাঠ, মাচালং বাজার, মারিশ্যা, রুপকারি, খেদারমারা, আমতলি ও সরোয়ারতলীসহ বেশ কয়েকটি দূর্ঘম এলাকা গুলোতে এ খাদ্য শস্য বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিজিবি’র খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম। আরো উপস্থিত ছিলেন বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী এবং মারিশ্যা ২৭ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক।
খাদ্যশস্য বিতরণ শেষে ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মোঃ শাহরিয়ার ইকবাল বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিজিবি নিয়মিতভাবে স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র, কৃষি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মাঝে খাদ্যশস্য বিতরণ করছে বিজিবি। এ জাতীয় কর্মকাণ্ড পার্বত্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলে বসবাসরত পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মাঝে পারস্পরিক সু-সম্পর্ক, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।