রোহিঙ্গা শরণার্থী সংকট এবং স্থানীয় জনগোষ্ঠীর সার্বিক পরিস্থিতি নিয়ে গঠনমূলক আলোচনা করতে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক সহায়তাদানকারী সংস্থা একটেড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর জুলি ভারবার্গ। শনিবার (২১ জুন) সকালে উখিয়ার রাজাপালং এলাকায় অবস্থিত শাহজাহান চৌধুরীর নিজ বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী প্রভাব, স্থানীয় জনগণের জীবনে এর বিরূপ প্রভাব, বিভিন্ন চাহিদা, সুযোগ-সুবিধা ও সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই পক্ষই মানবিক সহায়তা কার্যক্রমে সমন্বয়, টেকসই উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।
শাহাজাহান চৌধুরী বলেন, আজ একটেড বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে আমাদের এক ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোহিঙ্গা সংকট আমাদের জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা, পরিবেশ ও অর্থনীতির ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলছে। এই সংকট মোকাবেলায় সরকার, উন্নয়ন সংস্থা, এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন।
একটেড যে মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে রোহিঙ্গা শিবিরে এবং স্থানীয়দের, তা প্রশংসনীয়। বৈঠকে আমরা স্থানীয় জনগণের চাহিদা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছি।
একটেড আশ্বাস দিয়েছে, তারা স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে উভয় পক্ষের উন্নয়ন নিশ্চিত করা যায়। আমি বিশ্বাস করি, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা এই সংকটের টেকসই সমাধান খুঁজে পেতে পারি।
এ সময় আরও উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার জাহান চৌধুরী এবং কক্সবাজারের বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব ও সমাজসেবক শহিদুল ইসলাম।


















