পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে। জেলা পরিষদের ১৪ জন নির্বাচিত সদস্যের যৌথ অভিযোগের ভিত্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সচিবালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, চেয়ারম্যান জিরুনার বিরুদ্ধে পরিষদের নির্বাচিত সদস্যদের অবমূল্যায়ন, বিভাগীয় কর্মকর্তাদের সাথে অসদাচরণ, স্বজনপ্রীতি, শিক্ষক বদলির নামে বাণিজ্য, বিল অনুমোদনে ঘুষ গ্রহণসহ নানা ধরনের চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগ বর্তমানে তদন্তাধীন থাকায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই আদেশের অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা, উপদেষ্টার কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ‘আমরা মন্ত্রণালয় থেকে বিকেলে একটা চিঠি পেয়েছি। তাঁকে দায়িত্ব পালন করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।’
এর আগে ২০২৪ সালে ৭ নভেম্বর জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান ঘোষণা করে এক প্রজ্ঞাপন জারি করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।
উল্লেখ্য, চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন ধরেই স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ উঠছিল। সম্প্রতি পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করলে বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসে। তদন্তের স্বার্থে কার্যক্রম থেকে তাঁকে বিরত রাখার এই পদক্ষেপ স্থানীয় প্রশাসনিক স্বচ্ছতা রক্ষার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।