শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগাম এর আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এর উদ্যোগে ২০২২ এবং ২০২৩ সালে উপজেলা পর্যায়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২৮ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।
এছাড়া ইতিমধ্যে ২৮ জন শিক্ষার্থীর নিজস্ব ব্যাংক একাউন্ট এর মাধ্যমে প্রত্যেকজনকে স্কিম হতে মাধ্যমিক পর্যায়ে ১০ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২৫ হাজার টাকা প্রদান করা হয়।
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং রাঙামাটি জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় সোমবার (২৮ জুলাই) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র। এসময় তিনি বলেন, শিক্ষার্থীদেরকে স্বপ্ন দেখতে হবে, তবেই বড় কিছু হবে। পড়ালেখা শেষ করে সরকারি কর্মকর্তা হওয়া বড় কথা নয়, সফল মানুষ হতে হবে। সেইজন্য অভিভাবকদেরকর সচেতন হতে হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান এর সভাপতিত্বে নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর প্রভাষক তামান্না ইসলাম এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: হোসেন, কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু এবং কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর প্রাক্তন শিক্ষার্থী কানিজ ফাতিমা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।