বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বাঘাইছড়ি উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আবছার হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি জাফর আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি মো. সাইফুল ইসলাম,পৌর জামায়াতের সভাপতি কাজী নেয়ামত উল্লাহ এবং পৌর জামায়াতের সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মো. ওবাইদুল হক। উপজেলা জামায়াতের প্রচার সেক্রেটারি ডা. সরদার আব্দুর রহিম। ইসলামী ছাত্রশিবির বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি মো. ইউসুফ, উপজেলা জামায়াতের প্রচার সেক্রেটারি ডা. সরদার আব্দুর রহিম।
বক্তারা তাঁদের বক্তব্যে ২০২৪ সালের ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁরা বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে এই আন্দোলনের গুরুত্ব অপরিসীম।
বক্তারা বর্তমান রাজনৈতিক অচলাবস্থার অবসানে বিচার ও রাজনৈতিক সংস্কার কার্যক্রম সম্পন্ন করে দ্রুত পি.আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান।আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য গণমিছিল বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী শাফলা চত্ত্বরের সামনে গিয়ে শেষ হয়।