রাঙামাটিতে ২০২৫ সালের এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
আজ সোমবার (১১ আগস্ট) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৩২ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ডিও লেটার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই অনুষ্ঠান মূলত তাদের মেধা অধ্যবসায় পরিশ্রম এবং লালিত স্বপ্নের স্বীকৃতি মাত্র।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, যার এই কৃতিত্ব অর্জন করছেন তারা যেখানেই যাক না কেন, তাদের এই সাফল্য যেন শুধু আত্মতুষ্টিতে সীমাবদ্ধ না থাকে। এই সাফল্যের ধারাবাহিকতা যেনো সর্বদা বজায় থাকে। কেবল পাঠ্যবইয়ের জ্ঞানে আবদ্ধ না থেকে সমাজকে নেতৃত্ব দেওয়ার মানসিকতা গড়ে তুলতে তাদের প্রতি আহ্বান জানানো হয়।
তিনি আরও বলেন, অনেকে মনে করেন পাহাড়ি দুর্গম এলাকায় বসবাস করলে বড় কিছু করা যায় না এ ধারণা বদলাতে হবে। এই মেধাবী শিক্ষার্থীদের মাঝে যারা ধনী পরিবারের রয়েছেন তাদের অর্থ যেন প্রাচুর্যের কারণ না হয়, আর যারা দরিদ্র পরিবারের রয়েছে তাদের দারিদ্র্যতা যেন শক্তিতে রূপ নেয়। দারিদ্র্যতা যেন ভবিষ্যতের স্বপ্নকে থামিয়ে দিতে না পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জোবাইদা আক্তার, জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত) সরিৎ কুমার চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্টজনরা।