রাঙামাটির লংগদুতে অসহায় হতদরিদ্র একটি পরিবারের ২৪ বছর বয়সী গৃহবধূ রাবেয়া বেগম নামে একজন মা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর পথে। অপর দিকে চার মাস এবং চার বছরের দুটি সন্তান যেনো মা হারানোর ধারপ্রান্তে সেই খবর স্থানীয় ভয়েস অব লংগদুর নামে একটি সংগঠনের মাধ্যমে ছড়িয়ে পড়লে, বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের নজরে আসে।
তৎক্ষানিক লংগদু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি পরিবারটির খবর নেন এবং চার মাস বয়স শিশু সন্তানের এক বছরের মাতৃকালীন খাবারের ব্যবস্থা করেন, একই সাথে শিশু সন্তানদের খোঁজ খবর রাখার আশ্বাস দেন।
রবিবার (২৪ আগস্ট) সকালে মাইনিমূখ ইউনিয়নের হাজাছড়া এলাকায় শিশু বাচ্চার বাড়ি গিয়ে প্রথমে এক মাসের খাবার পৌঁছে দেন অত্র জোনের আর এমও ক্যাপ্টেন নাভিদ নেওয়াজ ।
গরিব অসহায় পরিবারটি “বাংলাদেশ সেনাবাহিনী” বিশেষ করে লংগদু জোন ও জোন কমান্ডারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সেনাবাহিনী ও লংগদু জোন কমান্ডারের জন্য সৃষ্টিকর্তার নিকট দোয়া প্রার্থনা করেন। একই সাথে মাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সহযোগীতা চেয়েছেন শিশু সন্তান ও তার স্বামী।