পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনস্থ রাঙামাটি রিজিওনের অন্তর্গত কাপ্তাই জোনের উদ্যোগে গাইন্দা পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রবিবার (০৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০০০ ঘটিকা থেকে বিকাল ০৪০০ ঘটিকা পর্যন্ত এ বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়।
উক্ত চিকিৎসা ক্যাম্পেইন পরিচালনা করেন কাপ্তাই জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ও তার দক্ষ চিকিৎসা সহকারীরা। উল্লেখ্য, ক্যাম্পেইনটিতে মোট ৯০ জন রোগী বিনামূল্যে বহুবিধ চিকিৎসা সেবা এবং ওষুধ গ্রহণ করেন। চিকিৎসাভোগীদের মধ্যে ৫৫ জন মারমা সহ অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠী ছিলেন বলে জানা যায়। উক্ত আয়োজনে গাইন্দা পাড়া, কংসাইগো পাড়া ও লংগদু পাড়া ছাড়াও নারানগিরি পাড়া, নাড়াছড়া পাড়া ইত্যাদি প্রত্যন্ত এলাকা থেকেও রোগীরা চিকিৎসা সেবা গ্রহণ করতে স্বত:স্ফূর্তভাবে আগমন করেন।
স্থানীয় হেডম্যান, ওয়ার্ড সদস্য এবং পাড়ার কারবারিদের আন্তরিক সহযোগিতায় কর্মসূচিটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। বাংলাদেশ সেনাবাহিনীর এই মহতী উদ্যোগ স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর কাছে অত্যন্ত প্রশংনীয়ভাবে গৃহীত হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, রাজস্থলী উপজেলার অন্তর্গত দুর্গম এই এলাকার জনগণের জন্যে প্রয়োজনীয় হাসপাতাল, ক্লিনিক বা পর্যাপ্ত ওষুধের দোকান বিদ্যমান নেই। বিধায়, মৌলিক এ অধিকার থেকে বঞ্চিত গাইন্দা এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার জন্যেই বাংলাদেশ সেনাবাহিনীর এই প্রয়াস। এ ধরণের আয়োজন সেনাবাহিনীর সাথে দূর্গম পাহাড়ি জনগোষ্ঠীর ঘনিষ্ঠ সম্পর্ক বজায় ও আস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।