নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেঙ্গল) এর জোন কমান্ডার লে. কর্নেল মশিউর রহমান, পিএসসি কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৩ সেপ্টেম্বর নানিয়ারচর জোনের আওতাধীন বগাছড়ি আল-আমিন উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ০১ টি বিগ ড্রাম, ০১ টি বিট ড্রাম এবং ০১ টি ফুটবল প্রধান শিক্ষকের নিকট হস্তান্তর করা হয়। এ সময় জোন উপ-অধিনায়ক বিও-৮২২০ মেজর শেখ মোহাম্মদ নাইমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয়রা সেনাবাহিনীর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, বাংলাদেশের সেনাবাহিনী সবসময় অসহায় জনগণের পাশে দাঁড়ায় এবং উন্নয়নে ভূমিকা রাখে।


















