বাংলামার্কের চন্দনাইশে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এবং পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার বাস্তবায়নে “সমবায় ভিত্তিক খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন” শীর্ষক প্রকল্পের অর্থায়নে ১০ দিনব্যাপী কৃষিযন্ত্র চালানো, মেরামত ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি বৃহস্পতিবার সকালে বাংলামার্ক লিমিটেড কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. এ. কে. এম. অলি উল্যা; বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. একে. এম. সাইফুল ইসলাম, বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমীর উপ-পরিচালক ও প্রকল্প পরিচালক মোছাঃ রেবেকা সুলতানা।
সমবায় ভিত্তিক কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে শ্রম ও সময় সাশ্রয় করে উৎপাদন ব্যয় হ্রাস ও কৃষকের আর্থ-সামাজিক উন্নয়ন সাধন। এর আওতায় সরকার ও বেসরকারি অংশীদারিত্বে ‘মেকানাইজেশন ভিলেজ’ প্রতিষ্ঠা, কৃষি যন্ত্রের লাভজনক ব্যবহার বিষয়ে গবেষণা, কৃষকদের দক্ষতা উন্নয়ন এবং আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে টেকসই কৃষি উৎপাদনের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। ইতিমধ্যে প্রকল্পটি বগুড়া জেলার শেরপুর, শাজাহানপুর, সদর ও নন্দীগ্রাম উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। আনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলামার্কর ডিএমডি মো: সিরাজুল ইসলাম এবং ইডি মো: নজরুল ইসলাম সহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।