বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে ঔষধ ব্যবসায়ীদের নিয়ে সেমিনার ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই প্যানোরোমা জুম রেস্তোরাঁয় এ সেমিনার ও সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মোঃ রহমত উল্লাহ এতে প্রধান অতিথির ছিলেন।
সমিতির কাপ্তাই উপজেলা শাখার সভাপতি কল্যান চৌধুরীর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক মোঃ শরিফুর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন রাঙামাটি জেলা কেমিস্ট এন্ড ডাগিষ্ট সমিতির সভাপতি মোঃ হারুন, সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়া, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
এ সময় বক্তব্য দেন সমিতির সদস্য সমলেন্দু বিকাশ দাশ, উৎপল বড়ুয়া ও সৌমেন দত্ত।
স্বাগত বক্তব্য দেন সমিতির কাপ্তাই শাখার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন চৌধুরী।
সম্মেলনে কাপ্তাই কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
এই সময় প্রধান অতিথির বক্তব্যে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মোঃ রহমত উল্লাহ বলেন, নকল, ভেজাল এবং মেয়াদ বিহীন ঔষধ বিক্রি হতে অবশ্যই ঔষধ ব্যবসায়ীদেরকে বিরত থাকতে হবে। যেটা জনস্বাস্থ্যের জন্য হুমকি সেটা আপনারা বিক্রি হতে বিরত থাকবেন। ঔষধ ব্যবসায়ীরা অবশ্যই তাঁর দোকানের লাইসেন্স দোকানে ঝুলিয়ে রাখতে হবে।