দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান -এর মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বান্দরবানের কর্মরত সাংবাদিকরা।
সোমবার (৩ এপ্রিল) সকালে বান্দরবান কর্মরত সাংবাদিকবৃন্দ আয়োজনে শহরে জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মুখে কালো কাপড় বেঁধে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে অংশ নেন।
এসব প্ল্যাকার্ডে লেখা ছিল- ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চাই, আমরা শিকারি সাংবাদিকতা কে না বলি, সম্পাদক মতিউর রহমানের মুক্তি চাই।
এসময় বক্তারা বলেন, দেশে শুধু সাংবাদিক নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ব্যবহার করছেন তারাও আজ এই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নিপীড়িত নির্যাতিত হচ্ছে। তাই অতিলম্বে এই আইন বাতিলে পাশাপাশি দৈনিক প্রথম আলো সম্পাদক বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিক শামসুজ্জামান এর অবিলম্বে মুক্তি জোর দাবী জানানো হয়।
বিক্ষোভ সমাবেশ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে সারাদেশে যেসব সাংবাদিক জেলে আছেন তাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিও জানান বক্তারা।
মানববন্ধনের উপস্থিত ছিলেন, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, সিনিয়র সাংবাদিক ও প্রথম আলো জেলা প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা, যমুনা টিভি স্টাফ রিপোর্টার বাতিং মারমা সহ জেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ারা।