রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সেই সাথে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৪ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন এর নতুন বাজারে এই অভিযান পরিচালনা করেন কাপ্তাই উজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে।
এসময় মূল্য তালিকা এবং বিক্রয় রশিদ দেখাতে না পারায় কাপ্তাই নতুন বাজারের হিলভিউ ল্যাব সেন্টারকে বেসরকারি মেডিকেল প্রেকটিস এন্ড ক্লিনিক আইনের ১৩ ধারায় ২ হাজার টাকা জরিমানা এবং ট্রেড লাইন্সেস না থাকায় আইরিন ফাস্ট ফুড চা দোকানের পরিচালককে অত্যবশকীয় পণ্য নিয়ন্ত্রন আইনের ৬ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালীন সময়ে কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এনামুল হক হাজারী, কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, কাপ্তাই সহকারি তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসাইন, ইউএনও অফিসের অফিস সুপার মোঃ আলাউদ্দীন সহ কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।