রাঙামাটির আসামবস্তি এলাকার ব্রাহ্মণটিলায় প্রান্তিক নারীদের নিয়ে শুরু হয়েছে ভাসমান চাষ পদ্ধতির প্রশিক্ষণ কর্মশালা। ‘লার্ন ফ্রম দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড লিড টু অ্যাডাপ্ট (LELA)-লিলা’ প্রকল্পের আয়োজনে এ কর্মশালার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাঙামাটি পার্বত্য জেলার উপপরিচালক মো. মনিরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, লিলা প্রকল্প প্রান্তিক নারীদের সাবলম্বী হতে সহায়তা করবে এবং কাপ্তাই হ্রদের কচুরিপনা সমস্যার সমাধানেও ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ভাসমান চাষ পদ্ধতি ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।
কর্মশালার শুরুতে লিলা প্রকল্পের উদ্দেশ্য, সম্ভাবনা ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন প্রকল্প লিড মেমাচিং মং। তিনি বলেন, আমাদের লক্ষ্য কাপ্তাই হ্রদের কচুরিপনাকে সম্পদে রূপান্তর করা। এই প্রশিক্ষণ নারীদের হাতে-কলমে শিক্ষা দিয়ে আর্থিকভাবে শক্তিশালী করে তুলবে।
প্রাথমিকভাবে ১৫ জন প্রান্তিক নারীকে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাঠ সমন্বয়কারী বাবুল মারমা। উপস্থিত ছিলেন প্রশিক্ষণার্থীরা, স্থানীয় যুবনেতা ও স্বেচ্ছাসেবীরা।


















