ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ (আইডিইবি) কাপ্তাই সাংগঠনিক জেলা শাখার আয়োজনে রবিবার (২৩ মার্চ) বিকেলে কাপ্তাই রিভার ভিউ পার্কে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের কাপ্তাই শাখার সভাপতি প্রকৌশলী আব্দুল লতিফ এর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক আব্দুল আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস।
এসময় বক্তব্য রাখেন আইডিইবির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক মো. ইমাম ফখরউদ্দীন রাজী, সাংগঠনিক সম্পাদক মো.জাহাঙ্গীর আলম।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশে আইডিইবির নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। আমরা ঐক্য থাকলে সকল ষড়যন্ত্র নির্মূল করা হবে এবং আইডিইবির দেশ উন্নয়নে এগিয়ে যাবে। পরে সকল আইডিইবির জন্য দোয়া ও মুনাজাত করেন জুনিয়র ইঃ মোঃ ফয়জুল্লাহ। এসময় আইডিইবির সকল সদস্য উপস্থিত ছিলেন।