প্যানেল মেয়র ও তার ভাইয়ের বিরুদ্ধে কবরস্থানের জায়গা দখলের অভিযোগ উঠেছে। রাঙামাটি শহরের রির্জাভ বাজারের পশ্চিমে শরিয়তপুর এলাকায় কবরস্থানের জায়গা দখলের অভিযোগ উঠেছে রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিনও তার বড় ভাই আলমগীরের বিরুদ্ধে। সোমবার বিকালে ওই এলাকার কবরস্থানের সামনে স্থানীয় প্রতিবাদী জনতা স্থানীয় প্রিন্ট এন্ড ইলেকট্টনিক্স মিডিয়ার সামনে এসব অভিযোগ তুলেন।
এসময় প্যানেল মেয়র হেলাল উদ্দিন ও তার বড় ভাইয়ের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ এনে স্থানীয় জনতা বলেন,শরিয়তপুরে পূর্বেও হেলাল রাতারাতি ১শতাধিক শ্রমিক নিয়ে রাতের আধাঁরে মন্দিরের জায়গা দখল করে। তারই ধারাবাহিকতায় শরিয়তপুর কবরস্থানের জায়গা দখলের পায়তারা করছেন তারা। এর প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় লোকজনের বিরুদ্ধে হামলা মামলার হুমকি দিচ্ছে প্যানেল মেয়র হেলাল ও তার বড় ভাই।
শরিয়তপুর জামে মসজিদের সভাপতি শফি সওদাগর ও স্থানীয় যুবক আবুল হোসেন আরমান বলেন, হেলালের বড় ভাই কবরস্থানের জায়গাটি লঞ্চ মেরামত করার জন্য ভায়া নিয়েছিলেন। পরে সে কবরস্থানের জায়গা দখলের চেষ্টা করেন। আবার বিভিন্ন জনের কাছে বলে বেড়ায় সে জায়গাটি ক্রয় করেছেন।
এব্যাপারে হেলালের বড় ভাইয়ের সাথে স্থানীয় লোকজনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হালকা পাতলা মারধরের ঘটনা ঘটে। বিষয়টি কেন্দ্র করে হেলালের বড় ভাই আমাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ করলে থানা থেকে তদন্ত ও আসে। বর্তমানে হেলাল কমিশনার ও তার ভাই এলাকার লোকজনদের বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিচ্ছে।
প্যানেল মেয়র হেলাল উদ্দিন বলেন, আমার বড় ভাই ওই জায়গাটি ভাড়া নিয়েছিল বটে। তবে তার সাথে স্থানীয় লোকজনের সাথে বিরোধ সৃষ্টি হয়েছে শুনে তা আমি নিরসনের চেষ্টা করি। কিন্তু ওই এলাকার উত্তেজিত জনতা আমার কথা শুনতে নারাজ। তারা আমার বিরুদ্ধে ও আমার ভাইয়ের বিরুদ্ধে যে সকল কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। আমার ভাই ও আমি কবরস্থানের জায়গা জমি দখল করতে যাইনি।