রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর দূর্গম ভালুকিয়ায় ২ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত কাপ্তাই উপজেলার স্বাস্থ্য সেবার বাতিঘর চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের উদ্যোগে ভালুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হল রুমে দুর দুরান্ত হতে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
এসময় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ক্লিনিক্যাল চীফ ডা: বিলিয়ম এ সাংমার নেতৃত্বে হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ, গাইনী ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই কর্মসূচীতে অংশ নেন। ভালুকিয়া “মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক” এর সদস্যরা উপস্থিত থেকে ক্যাম্পেইনে সহায়তা করেন।


















