বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পরিষদের ডাকা “No Promotion, No Work” কর্মসূচির কারণে রাঙামাটি সরকারি কলেজে টানা দ্বিতীয় দিনের মতো পাঠদান কার্যক্রম ব্যাহত হয়েছে। পদোন্নতি বঞ্চিত প্রভাষকরা ক্লাস ও পরীক্ষা বর্জন করলেও অন্যান্য শিক্ষক ও বাহিরের কক্ষপরিদর্শকদের সহায়তায় নির্ধারিত পরীক্ষা নেয়া হয়েছে।
৩২তম থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতিবঞ্চিত যোগ্য প্রভাষকদের জন্য ভূতাপেক্ষ পদোন্নতির সরকারি আদেশ জারি না হওয়ায় দেশের সব সরকারি কলেজের মতো রাঙামাটি সরকারি কলেজেও প্রভাষকরা ক্লাস নেওয়া, পরীক্ষা দায়িত্ব পালনসহ সকল দাপ্তরিক কাজ থেকে বিরত ছিলেন।
কলেজের ২৩ জন প্রভাষকের কর্মবিরতির কারণে কোনো বিভাগের ক্লাস কিংবা অভ্যন্তরীণ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের নির্ধারিত পরীক্ষাও গ্রহণ ক্ষতিগ্রস্ত হয়। বাধ্য হয়ে কলেজ কর্তৃপক্ষ বাইরের প্রতিষ্ঠান থেকে কক্ষ পরিদর্শক এনে পরীক্ষা পরিচালনা করতে বাধ্য হয় বলে জানা গেছে।
শিক্ষকরা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের দাবি পদোন্নতির বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে। প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা জানান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নাসিমুল হক এবং শিক্ষক পরিষদের সম্পাদক অনির্বাণ বড়ুয়া। পাশাপাশি কলেজের অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকগণও আন্দোলনে সংহতি প্রকাশ করেন।
একই দাবিতে রাঙামাটি সরকারি মহিলা কলেজেও একই ধরনের কর্মসূচি পালিত হওয়ায় সেখানে শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।


















