পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগের উদ্যোগে হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রজাতির ১ লাখ ৫০ হাজার গাছের চারা রোপন করা হয়েছে ।
এসআইডি – সিএইসটি( SID-CHT) প্রকল্পের দেশীয় প্রজাতির গাছের চারা রোপন কার্যক্রম এর অংশ হিসাবে চলতি মাস হতে শুরু হওয়া পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন কাপ্তাই সদর রেঞ্জের ২ শত ৫০ হেক্টর জায়গায় ১ লাখ ২৫ হাজার এবং কর্ণফুলী রেঞ্জে ৫০ হেক্টরে ২৫ হাজার গাছের চারা রোপন করা হয়েছে। এইছাড়া পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন বিলাইছড়ি উপজেলার আলী খ্রিয়ং ও ফারুয়া রেঞ্জে হারিয়ে যাওয়া বিভিন্ন প্রজাতির দেশীয় চারা রোপণ করা হয়েছে বলে জানান পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা( ডিএফও) ছালে মোঃ শোয়াইব খান।
তিনি জানান রোপনকৃত গাছের চারা হলো- রক্তন, রসকাউ, বুদ্বনারিকেল, পিত্তনজালা, পিত্তরাজ, গোদা, ধারমারা, বৈলাম, উড়িজাম, গর্জন, শাল, চাপালিশ, আমলকি,হরতকি, বহেরা, জারুল,কদমসহ ইত্যাদি।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান,আমরা পাহাড়ের পরিত্যক্ত জায়গায় জীববৈচিত্র্য রক্ষার্থে বিলুপ্ত হয়ে যাওয়া দেশীয় প্রজাতির বিভিন্ন গাছ রোপন করছি। এতে করে হারিয়ে যাওয়া গাছ,পশু পাখি পুনরায় ফিরে পাব।বন হবে সবুজ অরণ্যে ভরপুর। ফলে জীববৈচিত্র ফিরে আসবে এবং পশুখাদ্য হিসাবে বাগানগুলো ব্যবহ্রত হবে।
এদিকে রাঙামাটির বন সংরক্ষক মো.মিজানুর রহমান ও দক্ষিণ বন বিভাগের ডিএফও ছালে মো.শোয়াইব খান এবং কর্ণফুলি রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসাইন সহ বন কর্মকর্তাগন চলতি সপ্তাহে কাপ্তাই রেঞ্জের রোপনকৃত গাছ পরিদর্শন করেন। এবং গাছের রোপনকৃত গাছের চারা দেখে সন্তোষ প্রকাশ করে। এইসময় বন সংরক্ষক গাছের রোপনকৃত চারা পরিষ্কার পরিছন্নতা ও পরিচর্যার বিষয়ে আরও যত্নবান হওয়ার জন্য রেঞ্জ কর্মকর্তাদের আহবান জানান।