রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বেচ্ছাসেবক দল কাপ্তাই উপজেলা শাখার আহ্বায়ক মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু। এ সময় তিনি বলেন, সকলকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে। তবেই সামনে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বিজয় হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন,সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল,,সিঃ যুগ্ম সম্পাদক মোঃ আলী বাবর, যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সিঃ যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক আবু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান।
আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবু নাসের, সিনিয়র যুগ্ম আহবায়ক বেলাল হোসেন সাকু,র জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবু নাছির,সিঃ যুগ্ম আহবায়ক বেলাল হোসেন সাকু,যুগ্ম আহবায়ক আরজ হোসেন সুমন,সিঃ যুগ্ম আহবায়ক আবুল কালাম ছগির ,জেলা স্বেচ্ছাসেবক দলের কায়সার, জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামের সভাপতি রাজন রক্ষিত, সদস্য আমীর সোহেল সাজ্জদ, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম হাবিব মিলু, যুগ্ম আহবায়ক বাবু সুমন মারমা, মোঃ ইকবাল হোসেন, আবু ইউছুফ, ও প্রিয়তোষ চৌধুরী, কাপ্তাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সেকান্দর আলী রাসেল, সদস্য সচিব মোঃ ইব্রাহিম সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কাপ্তাই উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ সেলিম।