বাঘাইছড়ি উপজেলায় বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের খেলা দেখতে গিয়ে উপজেলা সদর মসজিদের পুকুরে ডুবে কাচালং বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্র মোঃ মারুফ হোসেন (১২) মৃত্যু হয়েছে। সে বাঘাইছড়ি পৌরসভার ১ নং ওয়াডের ঢেবার পাড়া এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে।
২৫ জুলাই সোমবার বিকাল সাড়ে ৪ ঘটিকায় ৪ সহপাঠী সহ পুকুরে গোসল করতে নেমে সে তলিয়ে যায়। পরে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, পৌর মেয়র জমির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুমসহ স্থানীয়রা ছুটে আসেন।
পরে স্থানীয় তিন যুবকের সহায়তায় পুকুরে খুঁজাখুঁজি করে অচেতন অবস্থায় মারুফ হোসেনকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদীন বলেন মারুফ হোসেন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে ডিসপ্লেতে অংশ নেয়ার জন্য আসে খেলা শুরু হলে ৩ বন্ধু সহ পোশাক খুলে পুকুর পাড়ে রেখে গোসল করতে নেমে তলিয়ে যায়।
ঘটনার পরপরই বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, পৌর মেয়র জমির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন এবং শিক্ষকগণ নিহত ছাত্র মারুফ হোসেনের বাড়িতে যান তার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরদেহ দাফন সম্পন্ন করার জন্য ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।