আগামী ১৮ জুনের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে রাঙামাটিতে সাংবাদিক ওরিয়েন্টেশন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
সোমবার দুপুর ১২টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আবু ফয়সাল।
এছাড়া রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন জানান, রাঙামাটিতে ১৮ জুন থেকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। ক্যাম্পেইনে জেলার মোট ৮০ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে, যাদের মধ্যে রয়েছে ৬-১১ মাস বয়সের ৯ হাজার ২৫১ এবং ১২-৫৯ বয়সের ৭১ হাজার ৪২৫ শিশু। জেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে মোট ১২৭২ কেন্দ্রে ২৫৪৪ স্বেচ্ছাসেবী ও স্বাস্থ্যকর্মী এসব শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়াবেন। জেলায় অনেক দুর্গম এলাকা রয়েছে, তাই ক্যাম্পেইন সম্পন্ন করতে সপ্তাহের অধিক সময় লাগতে পারে।