খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় বেগম রোকেয়া দিবস ও অদম্য নারী পুরস্কার ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, অদম্য নারী সম্মাননা প্রদান ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) দুপুর ২:০০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ হাছিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সূর্পনা দে শিম্পু, মহালছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেনসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, নারী উদ্যোক্তা ও গুণীজন।
বক্তারা বলেন, সমাজে নারীর উন্নয়ন, অধিকার আদায়, শিক্ষার প্রসার থেকে শুরু করে সাহসিকতা ও সংগ্রামের প্রতিটি ধাপেই বেগম রোকেয়ার চেতনা আজও সমান প্রাসঙ্গিক। দেশের অগ্রগতিতে নারীর অংশগ্রহণ দিন দিন বাড়ছে—এ অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে প্রয়োজন নারীকে এগিয়ে যাওয়ার সুযোগ ও পরিবার-সমাজের ইতিবাচক সহযোগিতা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান নারীর ক্ষমতায়ন বৃদ্ধিতে সরকারি উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরে বলেন—অদম্য নারীরা আমাদের সমাজের অনুপ্রেরণা। তারা বাধা-বিপত্তি পেরিয়ে নিজ অবস্থান তৈরি করে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করেন। মহালছড়ির নারীরাও আজ সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
মা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়িত “অদম্য নারী পুরস্কার” কর্মসূচির আওতায় মহালছড়ি উপজেলায় ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে শান্তি প্রভা চাকমাকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ নির্বাচিত করা হয়।
দীর্ঘদিন ধরে পরিবার, সন্তান ও সমাজের উন্নয়নমূলক কাজে অসাধারণ অবদানের পাশাপাশি স্বীকৃতি হিসেবে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাকে ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে স্বাগত জানান উপস্থিত অতিথিরা।
উপজেলা পর্যায়ে অদম্য নারীকে স্বীকৃতি দেওয়া শুধু একজন নারীর সম্মাননা নয়, বরং সমাজে নারীর অগ্রযাত্রা ও সাম্যের পথে আরেকটি দৃঢ় পদক্ষেপ, এমন মন্তব্য করেন উপস্থিত অতিথিরা।


















