বিলাইছড়িতে ব্যবসায়ী সমবায় সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রতন চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রনি বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত করা হয়েছে। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি প্রদীপ কান্তি দাশ, সহ-সভাপতি ওমর ফারুক, অর্থ সম্পাদক প্রিয়ানন্দ বড়ুয়া, সহ- সাধারণ সম্পাদক মো: নাসির, যুগ্ন সাধারণ সম্পাদক মানিক কান্তি দে, দপ্তর সম্পাদক শান্তি রায় চাকমা, প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন, সদস্য মোঃ ওসমান, শান্তশীল চাকমা, রঞ্জীত দাশ, বকুল বড়ুয়াসহ ১৩ সদস্য বিশিষ্ট ১ টি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টায় বাজার প্রাঙ্গণে এক সভায় এই ঘোষণা প্রদান করেন প্রধান অতিথি ও সমিতির আহ্বায়ক এবং বাজার চৌধুরী ভারতী রানী দেওয়ান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সুনীল চাকমা, দীপক দাশ, চন্দন ঘোষ, সুমন চৌধুরী, মো.কবির হোসেন, সুমন বড়ুয়া, মো.শাহ আলম, মো.সাইফুল ইসলাম, মো. হান্নান, উত্তম চক্রবর্তী, রিপন বড়ুয়া, ওসমান, উজ্জ্বল দাশ, ভবেশসহ প্রায় ব্যবসায়ীরা।
উল্লেখ্য যে, গত ৭ ডিসেম্বর ২০২৫ ইং উপজেলা হলরুমে সভায় কমিটি গঠনে সিদ্ধান্ত নেওয়া হলে, এটি একটি পূর্ণাঙ্গ সমিতি লাভ করলো। বিগত ২০১১ সালে প্রতিষ্ঠিত হলে প্রায় ১৪ বছর ধরে এই সমিতি বিভিন্ন কারণে গঠন করা হয়নি। ২৩ সেপ্টেম্বর-২০২৫ – এ আহ্বায়ক কমিটি গঠন করা হয় । ১৩ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে। তাই কমিটিকে সক্রিয় করে বাজারে ক্রেতাদের সেবার মান বৃদ্ধি,দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার নিশ্চিত এবং শৃঙ্খলা রক্ষায় এই কমিটি কাজ করবে। এতে নিবন্ধনকৃত ৭৪ জন সদস্য রয়েছে। এটি ৬ষ্ঠ সভা। এই মাসে ১১ তারিখে মনোনয়ন সংগ্রহ এবং ১৮ তারিখে নির্বাচন হবার কথা থাকলেও ২৪ তারিখে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।


















