রাঙামাটিতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের হ্যাপী মোড়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সারা দেশের ৪৫টি অঞ্চলের মতো রাঙামাটিতেও এ কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রফেসর বাঞ্ছিতা চাকমা।
মানববন্ধনে পরিবেশ বিষয়ক এসিজি টিমের সমন্বয়কারী বাবুল মারমা ধারণাপত্র পাঠ করেন। টিআইবি’র ইয়েস লিডার মো. মোস্তফার সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের প্রতিনিধি জয়া চাকমা, স্কাউটের প্রতিনিধি নিবির চাকমা, ইয়েস সদস্য পরানধন চাকমা, এসিজি সদস্য সাইমুন ইসলামসহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে ক্লিন এনার্জি (পরিচ্ছন্ন জ্বালানি) অপরিহার্য, সময়োপযোগী এবং নির্ভরযোগ্য জ্বালানি হিসেবে বৈশ্বিভাবে বিবেচিত। ক্লিন এনার্জি হিসেবে নবায়নযোগ্য জ্বালানি একটি আশার আলো হিসেবে আবির্ভূত হয়েছে যা টেকসই ভবিষ্যতের পথে অন্যতম অনুঘটক। সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ এবং ভূতাপীয় শক্তির মতো নবায়নযোগ্য উৎস থেকে আমাদের জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা হ্রাস এবং বৈশ্বিক উঞ্চায়নের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ সরকার নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে অঙ্গীকারাবদ্ধ হলেও দেশ এখনো আমদানী নির্ভর জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল।
মানববন্ধনে সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা তার বক্তব্যে বলেন, আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ কে কেন্দ্র করে আমরা মানববন্ধন পরিচালনা করছি। তিনি পত্রিকার বিভিন্ন খবর উদ্ধৃত করে বলেন, আগামীতে পৃথিবীতে যে কয়টি দেশ জলবায়ু ঝুঁকির তালিকায় রয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। তিনি জল, বায়ু, তাপ, ও সোলার সিস্টেমসহ নতুন প্রযুক্তি নির্ভর নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারকে সময়ের চাহিদা বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আমরা যে হারে বন ধ্বংস করছি তার ফলে অনাবৃষ্টি, অতিবৃষ্টি ও তীব্র তাপমাত্রার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তিনি সকলকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার ও এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি
পরিবেশবাদী বিভিন্ন সংগঠন ও প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।


















