খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে সার্বজনীন চরিত্রশ্রীপ্রভুরূপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ রাস মহোৎসবের ৫০তম সুবর্ণজয়ন্তী উৎসবের সমাপনী দিন বর্ণাঢ্য আয়োজন, ধর্মীয় গান, নামযজ্ঞ, আর আলো-সজ্জায় উজ্জ্বলের মধ্যো অনুষ্ঠিত হচ্ছে।
সমাপনী দিনে মণ্ডপ পরিদর্শন করেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। পরিদর্শনকালে তিনি বলেন, রাস মহোৎসব মহালছড়ির মানুষের ধর্মীয় সম্প্রীতি, ঐক্য ও সংস্কৃতির প্রতীক। এ ধরনের আয়োজন সমাজে শান্তি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। ৫০ বছরে পর্দাপনে শুভ কামনা জানাই।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, পূজা পরিচালনা কমিটির সভাপতি বিপুল চৌধুরী, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও নানা শ্রেণি-পেশার মানুষ।
মহানামযজ্ঞ উপলক্ষে কয়েকদিনব্যাপী ভক্তবৃন্দের অংশগ্রহণে নামসংকীর্তন, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানান, মহালছড়িতে প্রতি বছর রাস মহোৎসব আয়োজন হলেও এ বছর সুবর্ণজয়ন্তী উপলক্ষে উৎসবের জৌলুস ছিল ব্যতিক্রমধর্মী। ১৯৭৫ সালে প্রথম রাস মহোৎসব শুরু হয়, সেই ধারাবাহিকতায় অর্ধশতাব্দী পূর্তিতে মহালছড়ি পরিণত হয় ধর্মীয় মিলনমেলায়।
উৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত-অনুরাগী সমবেত হয়ে নামসংকীর্তনে অংশ নেন। পুরো এলাকা উৎসবের আমেজে মুখরিত ছিল।


















