ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে খাগড়াছড়ির মহালছড়িতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালাটি নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে, এবং বাস্তবায়ন করে উপজেলা নির্বাচন অফিস মহালছড়ি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনোয়ার সাদাত, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম), জেলা নির্বাচন অফিসার এস. এম. শাহাদাত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান এবং মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা।
কর্মশালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে সহকারী পুলিং অফিসার ১৪৯ জন, পুলিং অফিসার ৭৩ জন এবং প্রিজাইডিং অফিসার ১৬ জন প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষণে ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য, নির্বাচন আইন, আচরণবিধি, ভোটগ্রহণ প্রক্রিয়া, ব্যালট ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বাচন চলাকালীন করণীয় বিষয়সমূহ বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে প্রশিক্ষিত ভোটগ্রহণ কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে এবং জনগণের আস্থা বৃদ্ধি পাবে।
কর্মশালায় বিভিন্ন দপ্তরের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং প্রশাসনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর প্রদান করা হয়।


















