বন্যায় ক্ষতিগ্রস্ত বেসামরিকদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের বেবি-টাইগার্স ইউনিট।
সোমবার সকালে দীঘিনালা জোনের দরবার হলে বর্ন্যায় ক্ষতিগ্রস্ত ৭৫ বেসরকারি পরিবারের মাঝে নদগ অর্থ সহায়তা তুলে দিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের বেবি-টাইগার্স ইউনিটের অধিনায়ক লে. কর্ণেল মো. ওমর ফারুক(পিএসসি)
এসময় আরো উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের প-অধিনায়ক মেজর মেহেদী হাসান, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা প্রমুখ্য।
আর্থিক সহায়তা নিতে আসা নুরজাহান বেগম বলেন। পরপর বন্যায় ঘরবাড়ি প্লাবিত হয়েছে। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আজকে সেনাবাহিনীর সহযোগিতা অনকে খুশি হয়েছি। লাবলি চাকমা, জানান বন্যায় বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সেনাবাহিনী থেকে সহায়তা পেয়েছি ভালো লেগেছে। রাজলক্ষ্মী চাকমা জানান, এ-ই মুহূর্তে সহযোগিতা পেয়েছি অনেক উপকার হয়েছে।