জুরাছড়ি উপজেলায় ইউনিসেফ বাংলাদরশ সহায়তায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আয়োজিত শিশু সুরক্ষা কমিটির দিন ব্যাপী ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ মার্চ)উপজেলা রির্সোস সেন্টারে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিনয় কৃষ্ণ চাকমার সভাপতিত্বে ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।
এ সময় বক্তব্য রাখেন রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টর মেঃমরশেদুল আলম ।
ওরিয়েন্টেশনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের ট্রেনিং ইন্সেট্রাক্টর সীমা চাকমা।
এ সময় উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। সুতরাং শিশুদের অধিকার সংরক্ষণে সকলে সচেতন হতে হবে।