রাঙামাটির লংগদু উপজেলার পবিত্র ঈদ উল ফিতর এবং বিজু উৎসব উপলক্ষে ৩ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ৩ মেট্রিক টন খাদ্য সামগ্রী বিতরণ করেছে লংগদু সেনা জোন।
মাইনীমুখ আর্মি ক্যাম্প, লংগদু জোন এর পক্ষ থেকে জোনের দায়িত্বপূর্ণ এলাকার ৩শতাধিক দরিদ্র পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর ও বিজু উৎসব উপলক্ষ্যে প্রায় ৩ মেট্রিক টন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত খাদ্য সামগ্রীসমূহ লংগদু জোনের সকল সদস্যদের সঞ্চিত আহার সামগ্রী হতে প্রদান করা হয়। লংগদু জোনের সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্ণেল হিমেল মিয়া, পিএসসি উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন। এছাড়া জোনের দায়িত্বপূর্ণ এলাকার সকল সাব জোন হতে একযোগে সকল এলাকায় এসকল সামগ্রী প্রদান করা হয়।
জোন অধিনায়ক লে. কর্ণেল হিমেল মিয়া সকলের মাঝে শান্তি ও সৌহার্দ্যপূর্ন সম্পর্ক বজায় রাখতে নির্দেশনা দেন এবং ভবিষ্যতে এধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।