বর্ণিল আয়োজনে রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর লেমুছড়ি পাড়ায় বৃহস্পতিবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত হলো সাংগ্রাই জল উৎসব।
এই উপলক্ষে লেমুছড়ি পাড়া এলাকাবাসীর আয়োজনে লেমুছড়ি পাড়া মাঠে ঐতিহ্যবাহী মারমা গান, নৃত্য, খেলাধুলা এবং পানি খেলা অনুষ্ঠিত হয়। আশেপাশে গ্রামগুলো হতে শত শত মারমা যুবক যুবতিরা জড়ো হয়ে পরস্পরের প্রতি পানি ছিটে পুরানো বছরের দুঃখ, গ্লানি ও বেদনাকে ধুয়ে মুছে দিয়ে নতুন বছরকে বরন করে নেয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাংগ্রাই জল উৎসব এর উদ্বোধন করেন।
হ্লাথোয়াই মারমা কারবারীর সভাপতিত্বে এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, রাইখালী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান এনামুল হক, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মাক্রাসিং মারমা (পুতুল) ।
উচিংমং মারমার সঞ্চালনায় এইসময় স্বাগত বক্তব্য রাখেন জল উৎসব উদযাপন কমিটির আহবায়ক রকিমং মারমা এবং চিংচা অং মারমা।
পরে স্থানীয় মারমা শিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য ও গান পরিবেশন করেন।