রাঙামাটির রাজস্থলী উপজেলার সরকারী অনুমোদনহীন ৩টি ইটভাটা বন্ধ ও চুল্লি ভেঙ্গে ধংস করে দিয়েছে ভ্রাম্যমান আদালত ।
ইটভাটাগুলো হচ্ছে উপজেলার কলেজ পাড়া এলাকার কর্ণফুলী বিক্স ইটভাটা, গাইন্দ্যা ইউনিয়নের বড়ই তলি বি আর বি ব্রিক্স) ইট ভাটা ও বাঙালহালিয়া ইউনিয়নের নাইক্যছড়া আগা পাড়া সেসার্স শাহ (ব্রিক্স) ম্যানুফ্যাকচার ইট ভাটা।
শুক্রবার (১৩ মে ), রাজস্থলী উপজেলায় সরকারী অনুমোদনহীন অবৈধভাবে ইটভাটা তৈরী করে তাতে ইট পোড়ানো হচ্ছে। হাইকোর্টের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ, চট্রগ্রাম বিভাগীয় কার্যলয়ের সহকারি পরিচালক মাফজারুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।
অনুমোধনহীন চিমনি চুল্লি ব্যবহার করে ও বনের কাঠ জ্বালিয়ে ইট পোড়ানো হচ্ছে দেখতে পায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটরা। ইটভাটা তিনটির চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার পর ইটভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে ভ্রাম্যমান আদালত। এ আদালতকে সহযোগীতা করেন, বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, চন্দ্রঘোনা থানার অধীন বাঙালহালিয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক ( আই সি) কামরুজামান সহ সঙ্গীয় পুলিশ।