মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পার্বত্য রাঙামাটি জেলার দূর্গম নানিয়ারচর উপজেলার আশ্রয়ণ- প্রকল্পের আওতায় ঘর সমুহের চলমান কার্যক্রম ও অগ্রগতি পরিদর্শন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে নানিয়ারচরের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে ঘুরে ঘুরে গৃহহীন পরিবারের পুনর্বাসনের জন্য নির্মাণাধীন এসকল ঘরের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।
এ সময় নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, স্থানীয় ইউপি সদস্য ও গম্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন ।