বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটি রাজবন বিহারে পালিত হয়েছে গৌতম বুদ্ধের স্মৃতি বিজরতি বৈশাখী পুর্ণিমা।
দিবসটি উপলক্ষে সোমবার সকাল ৭ টায় রাঙামাটি শহরে বুদ্ধ ধাতু প্রদর্শনসহকারে ধর্মীয় শোভাযাত্রা করা হয়।
সকাল ৯ টায় রাজবন বিহার প্রাঙ্গনে পঞ্চশীল গ্রহণ অষ্টপরিস্কার দান, সংঘদান, বুদ্ধমুর্তিদান, প্রদীপ পূজা করা হয়।
পুণ্যার্থীদের পঞ্চশীল ও ধর্ম দেশনা প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির। এ সময় তিনি বলেন, বুদ্ধের দিয়ে যা্ওয়া উপদেশ মেনে চললে সর্বত্র শান্তি বিরাজ করার পাশাপাশি দেশে সম্মৃদ্ধি অর্জন হবে। লোভ দেষ মোহ ত্যাগ করে অহিংসা মৈত্রীভাব ধারণ করার উপদেশ দেন প্রজ্ঞালংকার মহাস্থবির।
ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত থেকে দান কার্যে অংশ নেন পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী ।