জুরাছড়ি উপজেলার লাইনের মালবাহী বোটে আগুন লাগিয়ে দিয়েছে দুবৃত্তরা। শুক্রবার (১০ জুন) দিবাগত ১২.১৫ মিনিটে বরকল উপজেলার স্বাগতম জুরাছড়ি স্থানে এ ঘটনা ঘটে।
সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাঙামাটি – জুরাছড়ি লাইনের বোট বরকল সীমানা স্বাগতম জুরাছড়ি স্থানে অর্ধ পোড়া অবস্থা ডুবে আছে বোটটি। সকাল ১০ পর্যন্ত বোটি উদ্ধারে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
বোটের কেরানি মোঃ মালেক জানান, বোটে ৭০-৮০ পদের মালামাল ছিল। যার আনুমানিক মূল্য তিন-চার লক্ষ টাকা। মালিক সমিতির নেতা মোঃ মামুন বলেন, আমাদের দেওয়া তথ্যর অনুযায়ী ৫ জন দুর্বৃত্ত ছুরি দিয়ে এসে বোটে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তবে তারা কোন চাঁদা কিংবা বোট থেকে মালামাল নেয়নি।
বরকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন নিশ্চিত করে বলেন, বোটের অবস্থানরত কর্মচারী নূর মোহাম্মদের ভাষ্যমতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দুবৃত্তরা চার জন ছিল। তবে এরা আঞ্চলিক সংগঠনের কিনা সে কিছুই বলতে পারেনি। এ ঘটনার তাৎক্ষণিক ভাবে মালিক সমিতির নেতা মোঃ মামুন নিন্দা জানিয়ে বলেন, জুরাছড়ি লাইনের বোট চলাল অস্থায়ী ভাবে বন্ধ রাখা হয়েছে।
সন্ধ্যায় জরুরী সভার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বরকল উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা জানান, বিষয়টা আমাকে এখনো কেউ জানায় নি। বিষয়টা খবর নিচ্ছি।
জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, বোটে আগুন ধরিয়ে দেওয়া ঘটনাটি নিন্দানীয়। তবে এটি কে বা কারা ঘটিয়েছে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া দরকার।