গত ৪ দিন ধরে বৃষ্টি থামছেনা, সেই সাথে থেমে নেই কাপ্তাই উপজেলা প্রশাসনের প্রচারনা অভিযান ও জনসচেতনতা। বিশেষ করে পাহাড়ের পাদদেশে ঝূঁকি নিয়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে ভারী বর্ষণ উপেক্ষা করেও প্রচারণা চালিয়ে যাচ্ছে কাপ্তাই উপজেলা প্রশাসন।
রবিবার সন্ধায় কাপ্তাই উপজেলা নিবার্হী কর্মকর্তা মুনতাসির জাহান এর নেতৃত্বে ৪নং ইউনিয়নের ঢাকাইয়া কলোনি,লকগেট কলোনী এবং কার্গোর নিচে ঝুঁকি নিয়ে বসবাস করা মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে প্রচারণা অভিযান চালানো হয়েছে। এই সময় কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন, কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ সহ পুলিশ এবং ফায়ার ব্রিগেড,যুব রেডক্রিসেন্ট এই অভিযানে সহযোগিতা করেন।
এদিকে কাপ্তাইয়ের ঢাকাইয়া কলোনিতে চরম ঝুঁকি নিয়ে বসবাস করা পরিবারগুলো এখনো আশ্রয় কেন্দ্রে আসতে চাচ্ছেনা বলে জানান, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। তবে ইতিমধ্যে কিছু পরিবার নিকটস্থ আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছে বলে জানান তিনি। বাকি পরিবারগুলোকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।