রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম এর আয়োজনে স্বাস্থ্যবিধি অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) দুপুরে উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালী রেস্তোরাঁয় এই অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
খ্রীস্টিয়ান হাসপাতালের কনসালটেন্ট ডাঃ বিলিয়াম এ সাংমা এর সভাপতিত্বে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জসিম উদ্দিন।
অবহিতকরণ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, হেডম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় মা ও শিশু স্বাস্থ্য এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়।