বুধবার (২৪ আগস্ট) বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট(ব্লাস্ট) রাঙামাটি ইউনিট অফিসে সুবিধাভোগীদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন ব্লাস্ট ইউনিট সমন্বয়কারী এ্যাড. জুয়েল দেওয়ান ও স্টাফ ল’ইয়ার এ্যাড. শ্রীজ্ঞানী চাকমা।
মূলত উপকারভোগীদের বর্তমান পারিবারিক অবস্থা ও চলমান মামলাসমূহের অগ্রগতির বিষয়গুলো পর্যালোচনার জন্য ব্লাস্ট রাঙামাটি ইউনিট এই সভার আয়োজন করা হয়েছে। এছাড়াও এ সভার মূল উদ্দেশ্য উপকারভোগীদের ব্লাস্টের কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করা।

সভায় এ্যাড. জুয়েল দেওয়ান তার বক্তব্যে বলেন, ব্লাস্ট পার্বত্য চট্টগ্রামে ২০০৫ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। ব্লাস্ট গরীব ও অসহায় মানুষদের ন্যায় বিচার প্রাপ্তির জন্য কাজ করে চলেছে। এছাড়াও তিনি উপকারভোগীদের নিকট হতে ব্লাস্ট সম্পর্কে তাদের ধারণা ও তাদের মতামত তুলে ধরার জন্য অনুরোধ জানান।
সভায় উপস্থিত একজন উপকারভোগী সুমি লাকী বেগম বলেন যে, ব্লাস্টের মাধ্যমে আপোষ মীমাংসার ফলে তিনি এখন স্বামীর সাথে সুখে-শান্তিতে সংসার করছেন এবং এজন্য তিনি ব্লাস্টের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় উপস্থিত আরও একজন উপকারভোগী সুমি আক্তার বলেন যে, ব্লাস্টের মাধ্যমে আপোষ মীমাংসা না হওয়ায় ব্লাস্ট তাকে নারী ও শিশু ট্রাইবুনাল আদালতে মামলা করার পরামর্শ দেয়। ব্লাস্টের মাধ্যমে পরিচালিত ওই মামলার ফলে তিনি দেনমোহর বাবদ ১৭০০০০ টাকা পান এবং মামলা এখনও চলমান রয়েছে বলে তিনি জানান।
এছাড়া উপকারভোগী সাবিনা বেগম বলেন যে, ব্লাস্টের মাধ্যমে আপোষ মীমাংসা না হওয়ায় ব্লাস্ট তাকে মামলা করার পরামর্শ দেয়। ব্লাস্টের মাধ্যমে পরিচালিত ওই মামলার কাবিননামার ২,০০,০০০/=(দুই লক্ষ) টাকা ফেরত পেয়েও তার স্বামীর আর্থিক অসচ্ছলতার কারনে তা মওকুফ করে দেন।


















