কর্ণফুলী নদীপথে গভীর রাতে অভিনব পন্থায় পাচারকালে সেগুন কাঠ আটক করেছে বন বিভাগ। শুক্রবার রাতে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অধীন কাপ্তাই কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসাইন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
এইসময় কাপ্তাই শিলছড়ি প্রশান্তি পার্কের নদীর ওপার হতে অভিনব পন্থায় বাঁশের চালি আকারে পাচারকালে সেগুন গোলকাঠ ও রদ্দা আটক করা হয় । যার পরিমান ১শ’ ঘনফুট কাঠ এবং বাজার মূল্য প্রায় ২লাখ টাকা।
পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগ কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসাইন জানান আমরা গোপন সংবাদ পেয়ে কাঠগুলো আটক করি। তবে কাউকে গাছের সাথে পাওয়া যায়নি। তিনি আরোও জানান গত বুধবার একই এলাকা হতে ৪০ ঘনফুট কাঠ আটক করা হয়েছিল।
আটক কাঠ বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে।