রাঙামাটি পার্বত্য জেলার দুই মেয়র রাঙামাটি পৌরসভার আকবর হোসেন চৌধুরী এবং বাঘাইছড়ি পৌরসভার জমির হোসেনসহ ১০ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ এবং পৌর-১ শাখার জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ দুই মেয়রসহ জেলার ১০ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করা হয়। তারা সবাই আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত হয়েছিলেন। এসব পৌরসভা ও উপজেলায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য জেলা প্রশাসনের কর্মকর্তা এবং ১০ উপজেলায় চেয়ারম্যানদের স্থলে সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তাদের প্রশাসক নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
১০ উপজেলা চেয়ারম্যানরা হলেন রাঙামাটি সদরের অন্ন সাধন চাকমা, কাউখালীর শামসুদ্দোহা চৌধুরী, কাপ্তাইয়ের নাছির উদ্দিন, রাজস্থলীর উবাচ মারমা, বিলাইছড়ির বীরোত্তম তঞ্চঙ্গ্যা, জুরাছড়ির জ্ঞানেন্দু বিকাশ চাকমা, বরকলের বিধান চাকমা, লংগদুর বাবুল দাশ, বাঘাইছড়ির সুদর্শন চাকমা ও নানিয়ারচরের অমর জীবন চাকমা।
জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ জেলার দুই মেয়র এবং ১০ উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে। এসব পৌরসভা ও উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসক নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে।