মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর ২০২২ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাবিপ্রবিতে নতুন ভিসি হিসেবে যোগ দিলেন ড. সেলিনা আখতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ২০, ২০২২ ৯:১৩ অপরাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক  ড. সেলিনা আখতার যোগদান করেছেন।

আজ (২০ সেপ্টেম্বর) তিনি যোগদান করেন। যোগদানের আগে রাবিপ্রবি’র মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব অঞ্জন কুমার চাকমা মাননীয় ভাইস-চ্যান্সেলরকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।

যোগদান করার পর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সেলিনা আখতার এবং প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাঞ্চন চাকমাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী নিয়ে “বঙ্গবন্ধু ম্যুরালে” পুস্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের উদ্যোগে প্রশাসনিক ভবনের সামনে মাননীয় ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) বৃক্ষ রোপণ করেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং শিক্ষকবৃন্দগণ, প্রক্টরিয়াল বডি, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি এবং কর্মচারী সমিতি নতুন ভাইস-চ্যান্সেলর এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলের তোড়া দিয়ে বরণ করেন।

নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদানের পর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সেলিনা আখতার  মান্যবর রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেই সাথে সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উপস্থিত সকলকে বলেন “পার্বত্য এলাকার প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে এ বিশ্ববিদ্যালয়কে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবো”। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং একাডেমিক কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনের জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর ২০২২ শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব মোছাঃ রোখছানা বেগম সাক্ষরিত মহামান্য রাষ্ট্রপতি এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর-এঁর  অনুমোদনক্রমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ধারা ১০ (১) অনুযায়ী রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার (০৪) বছরের জন্য নিয়োগ করা হয়েছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

%d bloggers like this: