নানিয়ারচরে মিনা দিবস উদ্যাপন উপলক্ষে র্যালি,চিত্রাঙ্কন প্রতিযোগিতার ও আলোচনা সভা,করেছে উপজেলা প্রশাসন।
‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’-এ প্রতিপাদ্যে ২৪ সেপ্টেম্বর (শনিবার) সকাল সাড়ে ৯ টায় উপজেলা চত্বর থেকে র্যালি বের করা করে থানা এলাকা প্রদক্ষিন করে উপজেলা পরিষদের হল রুমে এসে মিলিত হয়।
এতে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো;ফজলুর রহমান,নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার।য়জেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর সারওয়ার কামাল, উপজেলা প্রাথমিক সহশিক্ষা অফিসার অহংলাপ্রু মারমা।
র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগতা করা হয়।