মঙ্গল ও শুভ দর্শন আরতি, গুরু পুজা, শ্রীমদ্ভাগবত পাঠ, গৌড়িয় ভজন, হরিনাম সংকীর্তন, শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধনের রাজ ভোগ এবং শ্রীশ্রীগিরিগোবর্ধন ও অন্নকূট তাৎপর্য শীর্ষক আলোচনার মধ্যে দিয়ে রবিবার (৩০অক্টোবর) সকাল হতে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা মিশন এলাকায় অনুষ্ঠিত হলো শ্রীশ্রীগিরি গোবর্ধন পুজা ও অন্নকূট মহোৎসব।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ( ইসকন) কর্তৃক অনুমোদিত চন্দ্রঘোনা মিশন এলাকার শ্রী শ্রী গৌর নিতাই নাম হট্র সংঘ এই অনুষ্ঠানের আয়োজন করেন।
এতে মহা আর্শীবাদক হিসাবে উপস্থিত ছিলেন ইসকন এর চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক ও হাটহাজারী শ্রীশ্রী পুন্ডরিক ধামের অধ্যক্ষ শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষচারী।
শ্রী শ্রী গৌর নিতাই নাম হট্র প্রচার সংঘের প্রতিনিধি আদিপুরুষ শ্যাম দাসের সভাপতিত্বে এইসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক। এতে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
এইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুদীপ মজুমদার, কেপিএম এর জিএম( এমটিএস) প্রকৌশলী স্বপন কুমার সরকার, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ দাশ, উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি তুষার চৌধুরী, অর্থ সম্পাদক উত্তম কুমার মল্লিক, মিশন এলাকা শ্রীশ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত, ইউপি সদস্য জুয়েল চাকমা । স্বাগত বক্তব্য রাখেন শ্রীশ্রী গৌর নিতাই নাম হট্র প্রচার কেন্দ্রের সাধারণ সম্পাদক শ্রীমান পালক মাধব দাস।
অন্নকূট উৎসবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় বেতার ও টিভি শিল্পীরা গৌড়িয় ভজন পরিবেশন করেন।
অনুষ্ঠানে দুর দুরান্ত হতে শত শত ভক্তের আগমন ঘটে।