বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের হামলা, হত্যা, গণ-গ্রেফতারের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে (৩ টায়) শহরের কলাবাগান এলাকার মিল্লাত চত্ত্বরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আদালত সড়ক হয়ে শাপলা চত্ত্বর ঘুরে পুনরায় কলাবাগান এলাকার মুখে এসে সমাবেশ করেন নেতাকর্মীরা।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশ বানচাল করতেই সরকার পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে বিনা উস্কানিতে হামলা করে। বিএনপির সমাবেশকে অবৈধ শেখ হাসিনার সরকার ভয় পান। যার কারনে হত্যা, হামলা, গুম, খুন করে বিএনপিকে দমাতে চায়। শেখ হাসিনা ভয়ে কাঁপছে, কিভাবে দেশ থেকে পালাবেন সেউ চিন্তায় দিশেহারা বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ।
পুলিশের নগ্ন হামলার তীব্র নিন্দা জানান তারা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজসহ অনেকে বক্তব্য রাখেন সমাবেশে।