রাঙামাটির রাজস্থলী উপজেলার সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার রাসেল বৈদ্যে মারা গেছেন।
রবিবার (১১ডিসেম্বর) সকালে ভোরের ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় রাস্তায় হাঁটা চলা করে বাড়িতে ফেরার পথে হঠাৎ বুকের অনুভব করে প্রথমে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা খারাপ দেখে দ্রুত চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে পৌঁছানোর আগে রাসেলের মৃত্যু হয়।
রাসেল বৈদ্যে রাজস্থলী সোনালী ব্যাংকে যোগদান করে জানুয়ারি মাসে রাজস্থলীর বাসিন্দা সাবেক রাজস্থলী সদর হাসপাতালের স্টোর কিপার স্বপন দে এর দ্বিতীয় কন্যা রাজস্থলী আমছড়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা আদৃতা দে এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
রাসেল বৈদ্যের আকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, ইউএনও শান্তনু কুমার দাস, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, ওসি জাকির হোসেন, শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খাঁন, সাধারণ সম্পাদক হারাধন কর্মকারসহ রাজস্থলী সোনালী ব্যাংক, সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষকবৃন্দ।