খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় পার্বত্যঞ্চলে অনেক প্রাথমিক বিদ্যালয় ও কলেজ জাতীয়করণ হয়েছে। তাই সকল পার্বত্যবাসীর পক্ষ হতে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
তিনি আরোও বলেন, এই সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে পার্বত্যঞ্চল অনেকদূর এগিয়ে যাচ্ছে।
তিনি রবিবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে কাপ্তাই উপজেলার শহীদ শামসুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ।
এসময় দীপংকর তালুকদার এমপি বিদ্যালয়ের মাল্টিস্টোরিড একাডেমিক ভবন, ছাত্রী নিবাস ও সিপাহী শহীদ আফজাল হল স্থায়ীভাবে পাকা মঞ্চ তৈরির প্রতিশ্রুতি প্রদান করেন।
সেনাবাহিনীর কাপ্তাই জোনের সিপাহী শহীদ আফজাল হলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কাপ্তাই জোন (৫৬ ইবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নূর উল্লাহ জুয়েল, পিএসসি, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ ও বিদ্যালয়ের দাতা সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ।
এসময় কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক মোঃ শাহীনুর রহমান, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।